হাটহাজারীতে মন্দির ভাংচুর মামলায় ৩ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট: October 19, 2021 |
print news

চট্টগ্রামের হাটহাজারীতে মন্দির ভাঙচুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা করা মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার মধ্যরাতে মিরসরাই উপজেলার পৌরসদর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন হাটহাজারী বিএনপির আহ্বায়ক ফকির আহমদ (৬০), যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হুসাইন (৩০) ও বিএনপি নেতা নজরুল ইসলাম (৩৫)।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেন, গত ১৩ অক্টোবর হাটহাজারী এলাকায় মন্দির ভাঙচুরসহ সহিংসতার ঘটনা ঘটে। পরদিন ১৪ অক্টোবর এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়।

ওই মামলায় গ্রেফতার তিন জনই এজাহারভুক্ত আসামি। তাছাড়া অজ্ঞাত মিলে ২০০ জনকে আসামি করা হয় ওই মামলায়। এজাহারভুক্ত তিন আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর মিরসরাই থানা পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আজ সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রফিকুল ইসলাম।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর