নতুন ১৮ ক্রিকেটারকে আজীবন সম্মাননা দিল এমসিসি

আপডেট: October 20, 2021 |
print news

নতুন করে ১৮ ক্রিকেটারকে আজীবন সদস্য সম্মাননা দিচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সম্মান প্রাপ্তদের তালিকায় ১৫ জন পুরুষ ক্রিকেটারের সাথে তিনজন নারী ক্রিকেটার রয়েছেন। নিজ নিজ দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে তাদেরকে নির্বাচিত করেছে এমসিসি।

সম্মাননার তালিকায় পুরুষ বিভাগে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার রয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের তিনজন, ভারত ও অস্ট্রেলিয়ার দুজন করে এবং শ্রীলংকা-নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের একজন ক্রিকেটারকে আজীবন সদস্যপদের জন্য নির্বাচিত করেছে এমসিসি।

নারী বিভাগে সম্মাননা পাচ্ছেন ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

এমসিসির নতুন সম্মাননা যারা পাচ্ছেন (পুরুষ): হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), ইয়ান বেল (ইংল্যান্ড), ইয়ান বিশপ (ওয়েস্ট ইন্ডিজ), শিবনারায়ণ চন্দরপর (ওয়েস্ট ইন্ডিজ), স্যার অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), গ্রান্ট ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), হার্সেল গিবস (দক্ষিণ আফ্রিকা), রঙ্গনা হেরাথ (শ্রীলংকা), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যামিয়েন মার্টিন (অস্ট্রেলিয়া), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), রামনারেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ), হরভজন সিং (ভারত), জাভাগাল শ্রীনাথ (ভারত), মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড)।

নারী তিন ক্রিকেটার হচ্ছেন: সারাহ টেইলর (ইংল্যান্ড), সারা ম্যাকগ্লাসান (নিউজিল্যান্ড) ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল (অস্ট্রেলিয়া)।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর