করোনা মহামারি ২০২২ সালেও বিদায় নেবে না: ডব্লিউএইচওর সতর্কতা

আপডেট: October 21, 2021 |
print news

করোনা মহামারি ২০২২ সালেও বিদায় নেবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, করোনা (কোভিড-১৯) মহামারি ‘আরও এক বছর ধরে চলবে’। কারণ, দরিদ্র দেশগুলো তাদের প্রয়োজনীয় টিকা পাচ্ছে না।

ডব্লিউএইচওর সিনিয়র কর্মকর্তা ড. ব্রুস আইলওয়ার্ড বলেছেন, এর অর্থ হচ্ছে কোভিড সংকট ‘সহজেই গভীরভাবে ২০২২ এর দিকে টেনে নিয়ে যেতে পারে।’

আফ্রিকার ৫ শতাংশেরও কম জনসংখ্যাকে টিকা দেওয়া হয়েছে, যেখানে অন্য অনেক মহাদেশে ৪০ শতাংশ দেওয়া হয়েছে।

ড. ব্রুস আইলওয়ার্ড ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান যে, ভ্যাকসিনের জন্য জি-৭ মিটিংয়ের মতো শীর্ষ সম্মেলনে ধনী দেশগুলোর অনুদানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা দরকার। যেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো সর্বনিম্ন আয়ের দেশগুলোকে অগ্রাধিকার দিতে পারে। সূত্র : বিবিসি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর