আজ থেকে এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হচ্ছে

আপডেট: October 24, 2021 |
print news

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার তৃতীয় দফায় ফরম পূরণ আজ রবিবার শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা এই সময় পর্যন্ত ফরম পূরণ করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনা পরিস্থিতির কারণে তৃতীয় দফায় এই ফরম পূরণের সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ডগুলো।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর