এ ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে শুধরে নেব : মাহমুদউল্লাহ

আপডেট: October 25, 2021 |
print news

‘আমরা এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভালো করার চেষ্টা করব’- বাংলাদেশের ক্রিকেট অধিনায়কদের মুখের এই বুলি এতদিনে সবার মুখস্ত হয়ে গেছে। তবুও প্রায় প্রতিটি ম্যাচ হারের পর একই কথা বলে যান বাংলাদেশের অধিনায়কেরা। গতকাল রবিবার শ্রীলঙ্কার কাছে বিস্ময়কর হারের পর অধিনায়ক মাহমুদউল্লাহ আবারও এই প্রতিশ্রুতি দিয়েছেন। কাল ব্যাটিং ভালো হলেও ফিল্ডিং ছিল যাচ্ছেতাই। বোলিং এবং মাহমুদউল্লাহর ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠেছে।

এতগুলো ভুলের কারণে ১৭১ রান সংগ্রহ করেও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে এসে টাইগার ক্যাপ্টেন বলেন, ‘আমার মনে হয়, ১৭১ রান নিয়ে জিজতে পারতাম আমরা। লিটন দাস আর মোহাম্মদ নাঈম দারুণ একটা শুরু এনে দিয়েছিল। ১০ ওভার পর্যন্ত আমরা পুরোপুরি ম্যাচে ছিলাম। মুশফিক দারুণ একটা ইনিংস খেলেছে। কিন্তু ১০ ওভারের পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। আমরা নিয়ন্ত্রণ হারাই।’

বাংলাদেশ যেখানে গতকাল তাসকিনকে বসিয়ে নাসুমকে নিয়েছে, এর ঠিক উল্টোটা করেছে শ্রীলঙ্কা। চোটে ছিটকে যাওয়া স্পিনার মহীশ থিকসানার বদলে নিয়েছে পেসার। তাহলে কি পিচ চিনতে ভুল করল বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে মাহামুদউল্লাহ বলেন, ‘এই মাঠে আইপিএলের ম্যাচ দেখেছি। আমাদের ভাবনা ছিল শারজার উইকেটে একজন অতিরিক্ত স্পিনার হয়তো কাজে লাগতে পারে। স্পিনাররা ভালোই করেছে। কিন্তু আমরা তো সুযোগ হারিয়েছি।’

বেশিরভাগ সময় ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল। বোলিংটাও শুরুর দিকে খারাপ হয়নি। পরে ম্যাচ বের করে ফেলেন চারিথ আসালাঙ্কা আর ভানুকা রাজাপক্ষে। দুজনেই একবার করে লিটন দাসের কল্যাণে ক্যাচ দিয়েও বেঁচে যান। লিটনের ক্যাচ মিস প্রসঙ্গে একটু ঘুরিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা দুটি বড় সুযোগ হারিয়েছি। এ ম্যাচের ভুলগুলো পরের ম্যাচে শুধরে নেব। এ ম্যাচের ইতিবাচক দিক হলো, আমাদের ব্যাটিংয়ের আত্মবিশ্বাস বাড়বে। আমরা এখন পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর