সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে এএসডব্লিউজের লড়াই , নিহত ৩০

আপডেট: October 25, 2021 |

সোমালিয়ার সেনাবাহিনীর সঙ্গে তাদের সাবেক মিত্র আহুল সুন্না ওয়াল জামাআর (এএসডব্লিউজে) তীব্র লড়াইয়ে অন্তত ৩০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, দেশটির গালমুদুগ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জেলা গুরিসেলে শনিবার সকালে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এ লড়াই রোববার পর্যন্ত চলে।

দেশটির আইনসভার সদস্য ফারাহ আবদুল্লাহি বলেন, আমি নিশ্চিত ৩০ জনেরও বেশি নিহত হয়েছে। কারণ আমি ২৭ জনকে চিনি আর তাদের মধ্যে দুদলেরই লোক আছে।
তবে ঘটনার বিষয়ে সেনাবাহিনী ও এএসডব্লিউজের কোনো মন্তব্য নিতে পারেনি বার্তা সংস্থাটি।

এএসডব্লিউজে সোমালিয়ার একটি মধ্যপন্থি সুফি মুসলিম গোষ্ঠী, যারা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান একটি ভূমিকা পালন করছে।

গালমুদুগ বিমানবন্দরের এক কর্মী জানান, শনিবার রাতে আল শাবাব জঙ্গিরা গালমুদুগ বিমানবন্দরে মর্টার হামলা চালিয়েছে।

বিশ্লেষক ওমর মাহমুদের মতে, জঙ্গিগোষ্ঠী আল শাবাব সেনাবাহিনী ও এএসডব্লিউজের আন্তঃকলহের সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর