ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় পাকিস্তান: ইমরান খান

আপডেট: October 26, 2021 |
print news

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে চরমভাবে পরাজিত করেছে পাকিস্তান। সেই উচ্ছ্বাসের মধ্যেই বিতর্ক তৈরি করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জানালেন, দুই দেশের মধ্যে সম্পর্ক মসৃণ করা একান্তই প্রয়োজনীয় হয়ে উঠেছে। তবে তারই মধ্যে ভারতকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।

রবিবার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে নিজের বাড়িতে বসে ভারত-পাকিস্তান ম্যাচ দেখেন ইমরান। বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দুর্দান্ত জয় দেখার পরে আবেগ ধরে রাখতে পারেননি তিনিও। গণমাধ্যমে অভিনন্দনও জানান বাবর আজম এবং পুরো পাকিস্তান দলকে।

সোমবার রিয়াদে পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক বলেন, “আমাদের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ভালো। প্রতিবেশী ভারতের সঙ্গেও সেই সম্পর্ক উন্নত করা প্রয়োজন। তবে রবিবার পাকিস্তান যে ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছে, তারপরে পারস্পরিক আলোচনার জন্য এটা মোটেও ভালো সময় নয়।” সূত্র : আনন্দবাজার

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর