মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

আপডেট: November 7, 2021 |
print news

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক ছয়টি গাড়িকে চাপা দেওয়ার পর ১৯ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর পুয়েবলা শহরে হাইওয়েতে একটি কার্গো ট্রাক ছয়টি গাড়িকে চাপ দেয়। এর মধ্যে কিছু গাড়িতে আগুন ধরে যায়।

মেক্সিকোর কেন্দ্রীয় সরকারের সংস্থা সিএপিইউএফইর বিবৃতিতে বলা হয়, টোল বুথ অতিক্রম করার সময়, ট্রাকটি ছয়টি গাড়িকে চাপা দেয়। এতে ১৯ জন মারা যায় ও ৩ জন আহত হয়। নিহতদের মধ্যে চালকও রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সব গাড়ির ধ্বংসাবশেষ সরানো হয়েছে। দুর্ঘটনার পর ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর