অস্ত্র নিয়ে পার্কে ঢুকতে পারবে না তালেবান যোদ্ধারা

আপডেট: February 3, 2022 |
print news

অস্ত্রসহ তালেবান সদস্যদের বিনোদন পার্কগুলোতে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। বুধবার তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ ঘোষণা দিয়ে বলেছেন, ইসলামিক আমিরাতের মুজাহিদরা আর অস্ত্র, সামরিক পোশাক এবং সাঁজোয়া যান নিয়ে বিনোদন পার্কগুলোতে যেতে পারবেন না।

তালেবানের এই ঘোষণাকে জনগণের সামনে তাদের ভাবমূর্তিকে নমনীয় করে তুলে ধরার আরেকটি প্রচেষ্টা বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

বিগত ২০ বছর দখলদার মার্কিন সেনাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত ছিল তালেবান সদস্যরা। গত বছরের আগস্ট মাসে দেশের ক্ষমতা গ্রহণ করার পর তাদেরকে সামরিক যানে করে সশস্ত্র অবস্থায় বিনোদন পার্কগুলোতে অবাধে যাতায়ত করতে দেখা যায়।

ইউনিফর্ম পরা তালেবান সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র হাতে পার্কের বিভিন্ন রাইডে চড়ছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে।পার্কের অনেক দর্শনার্থী সশস্ত্র তালেবান সদস্যদের সঙ্গে ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তবে এবার জবিহউল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন, তালেবান সদস্যদেরকে বিনোদন পার্কগুলোর নিয়ম ও আইন-কানুন মেনে চলতে হবে।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়ে আফগানিস্তান শাসন করা তালেবান সরকার তাদের আইন বাস্তবায়নে ছিল কঠোর এবং এক্ষেত্রে কোনো ছাড় দিত না। কিন্তু ২০ বছরের মার্কিন দখলদারিত্ব শেষে গত আগস্টে যে তালেবান সরকার ক্ষমতায় আসে তার দায়িত্বে রয়েছে পরবর্তী প্রজন্মের তরুণ নেতৃত্ব। এবারের তালেবান সরকার নিজেদেরকে অনেকটা উদার প্রমাণ করার চেষ্টা করছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর