করোনায় চট্টগ্রামে আক্রান্ত আরও ১০৭ জন

আপডেট: February 14, 2022 |
print news

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ৯৬ শতাংশ।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৬৯ জন মহানগর এলাকার ও ৩৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৩১৪ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ১০৭ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২০৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর