বিএনপি মির্জা ফখরুলকেও অস্বীকার করতে পারে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি একসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও অস্বীকার করতে পারে। তিনি বলেন, এখন বিএনপি জাফরুল্লাহকে অস্বীকার করেছে। একসময় বিএনপি মির্জা ফখরুলকে অস্বীকার করতে পারে।
বুধবার (২ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, আপনারা (সাংবাদিকরা) দেখেছেন, আমিও দেখেছি বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে জাফরুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তাকে বিএনপির উপদেষ্টা হিসেবে সবাই জানতেন। জাফরুল্লাহর দেয়া তালিকা থেকে সিইসি নির্বাচিত হয়েছেন। এতে জাফরুল্লাহ সন্তুষ্ট হয়েছেন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, নতুন করে নির্বাচন কমিশন গঠন হলো। কিন্তু বিএনপির কোনো কিছুতেই আস্থা রাখতে পারতেছে না। তারা আসলে নির্বাচনকে ভয় পায়। আসলে তারা নির্বাচন করতে চায় না।
তাদের নেত্রী খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলতে চাই, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক রহমানও দণ্ডপ্রাপ্ত আসামি। বাংলাদেশের আইন অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না। যেহেতু তারা দুজনে নির্বাচন করতে পারবে না সেই জন্য বিএনপি নির্বাচনের কোনো আগ্রহ নাই।