দেশে ফিরছেন সাকিব খান

আপডেট: April 11, 2022 |
print news

যুক্তরাষ্ট্রে ৪৩তম জন্মদিন ও নতুন সিনেমার মহরত শেষ করে দেশের মাটিতে পা রাখবেন শাকিব খান। চলতি মাসের ২৫ তারিখ দেশে ফেরার কথা রয়েছে তার। জানা যায় ঈদের জন্যই তার এই আসা।

শাকিবের ফেরার তথ্য নিশ্চিত করেছেন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘গলুই’ সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু। দেশে ঈদ করে জুনের শেষে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে আবার যুক্তরাষ্ট্রে যাবেন শাকিব। এছাড়া সেখানে একটি আয়োজনের অতিথি হবেন।

বড়দিন উপলক্ষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তির পরিকল্পনা আছে এসকে ফিল্মসের। যা শাকিব খান নিজের ৪৩তম জন্মদিনে ঘোষণা দিয়েছেন। আর এর নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি।

গত বছরের ১২ই নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেখানে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন বলে জানা যায়। সবশেষ মার্চের শেষ সপ্তাহে দেশে ফেরার কথা ছিল তার।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর