পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

আপডেট: April 12, 2022 |
print news

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ সুমি আক্তার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার।

সোমবার দুপুরে উপজেলা হাসপাতাল থেকে ওই ছাত্রীর লাশ উদ্বার করা হয়।

নিহত সুমি উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের সেলিম হাওলাদারের মেয়ে। সে মিঠাখালী গুদিকাটা সিনিয়র মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী।

সুমির বাবা সেলিম হাওলাদার জানান, সোমবার সকালে আমরা স্বামী-স্ত্রী বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। সকাল সাড়ে নয়টার দিকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুমিকে ঝুলতে দেখে ডাক-চিৎকার করি। পরে স্থানীয়রা এসে সুমিকে নিচে নামালে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

মঠবাড়িয়া উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: শারমিন সুলতানা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যু রহস্য উদঘাটিত হবে বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর