চীনের উপহারে গোয়েন্দা ডিভাইসের সন্দেহ ইসরায়েলের
আপডেট: April 13, 2022
|

ইসরায়েলের এক মন্ত্রীকে চীনের দূতাবাস একটি চায়ের কাপ উপহার দেওয়া হয়। ওই কাপে গোয়েন্দা ডিভাইস সংযুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে ইহুদিবাদী দেশটির প্রশাসন।
এ কারণে কাপটি পরীক্ষা করে দেখছে ইসরায়েলের একটি প্রতিষ্ঠান।
দেশটির শিন বেত সিকিউরিটি সার্ভিস নামে প্রতিষ্ঠানটি চীনের দেওয়া উপহারটি পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পেয়েছে।
মঙ্গলবার ইসরায়েলের দৈনিক হারেৎজের এক প্রতিবেদনে বলা হয়, চীনের দূতাবাস থেকে ইসরায়েলের বিজ্ঞান, প্রযুক্তি ও মহাশূন্যবিষয়ক মন্ত্রী অরিট ফারকাশ হেকোহেনকে একটি চায়ের কাপ উপহার দেওয়া হয়।
কিন্তু এর ভেতর থেকে হঠাৎ অ্যালার্ম বেজে ওঠায় ইসরায়েলি কর্তৃপক্ষের সন্দেহ হয় যে, এটির ভেতরে কোনো গোয়েন্দা ডিভাইস লুকিয়ে রেখেছে চীন।
খবর আনাদোলু এজেন্সি