কূটনৈতিক পাসপোর্ট পাচ্ছেন নওয়াজ শরীফ

আপডেট: April 13, 2022 |
print news

কূটনৈতিক পাসপোর্ট পাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে এ নির্দেশ দিয়েছেন তার ছোট ভাই নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

লন্ডনে পাকিস্তান মিশনে নওয়াজ শরীফ ও দেশটির সাবেক অর্থমন্ত্রী ইশহাক দারকে কূটনৈতিক পাসপোর্ট ইস্যু করার নির্দেশনা দেয়া হয়েছে।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি নওয়াজ শরীফের পাসপোর্ট বাতিল করা হয়। দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ ২০১৯ সালের নভেম্বর থেকে লন্ডনে বসবাস করছেন। তাকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।

আদালতের রায়ে তাকে দলীয় প্রধানের পদও ছাড়তে হয়েছে। গতকাল দলটির এক জ্যেষ্ঠ নেতা জানান, ঈদের পরই দেশে ফিরবেন নওয়াজ শরীফ।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর