বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সোয়া ৩ কোটি টাকার টোল আদায়

আপডেট: April 30, 2022 |
print news

বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে শুক্রবার ৪২ হাজার ১৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৮ হাজার টাকা।

শনিবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় শুক্রবার সর্বোচ্চ সংখ্যক গাড়ি বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে।
এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২৫ হাজার ৭৮১টি গাড়ি পার হয়েছে। ঢাকাগামী লেনে পার হয়েছে ১৬ হাজার ৪১৮টি গাড়ি।

সেতুর পূর্ব টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫০ টাকা। পশ্চিম পারে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর