নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট: May 6, 2022 |
print news

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী লাদেন (২০) ও হৃদয় (২২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের বাড়ি নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আড়াইহাজার মহাসড়কের ব্রাহ্মন্দি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর