চট্টগ্রামে ফের কন্টেইনার ডিপোতে আগুন

আপডেট: June 14, 2022 |
print news

এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ভারটেক্স কন্টেইনার ডিপোতে রাখা তুলার কন্টেইনারে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ বলেন, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কন্টেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ডিপোর কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি।

এর আগে গত ৫ জুন (রোববার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ ঘটনায় দমকলকর্মীসহ ৪১ জনের মৃত্যু হয়। পরবর্তীতে মৃত্যু হয় আরও ৮ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর