দক্ষিণ আফ্রিকায় নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার

আপডেট: June 27, 2022 |
print news

দক্ষিণ আফ্রিকার একটি জনপ্রিয় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ পাওয়া গেছে। রবিবার (২৬ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের ক্লাবটিতে তাদের মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিমি দূরের সিনারি পার্কের ঘটনা সম্পর্কে পুলিশকে জানান স্থানীয়রা।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আমরা কোনো অনুমান করতে পারছি না। কীভাবে তাদের মৃত্যু হলো, এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতদের অধিকাংশই ১৮ থেকে ২০ বছর বয়সী।

এ ঘটনায় নাইটক্লাব এবং আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞদের ঘটনাস্থলে দেখা গেছে। তাৎক্ষণকিভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি প্রশাসন।

খবর আল জাজিরা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর