তৃতীয় রাউন্ডে জোকোভিচ

আপডেট: June 30, 2022 |
print news

উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। অস্ট্রেলিয়ার থানাসি

কোকিনাকিসকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।

এই টুর্নামেন্টে সাত বারের চ্যাম্পিয়ন ৩৫ বছর বয়সি জোকোভিচ। এবার টানা চতুর্থ শিরোপা জয়ের অভিযানে দুর্বার গতিতে ছুটছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ান তারকা।

অস্ট্রেলিয়ান তারকা কোকিনাকিসকে ৬-১, ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন তিনি।

এদিকে মেয়েদের এককে ফ্রান্সের কেহোলিন গার্সিয়ার কাছে পাত্তাই পাননি রাডুকানু। গত ইউএস ওপেনে বিস্ময় জাগিয়ে চ্যাম্পিয়ন হওয়া ব্রিটিশ তারকা এমা রাডুকানুর যাত্রা অবশ্য থেমে গেছে দ্বিতীয় রাউন্ডে।

১৯ বছর বয়সী রাডুকানুর বিরুদ্ধে ৬-৩, ৬-৩ গেমে জেতেন ২৮ বছর বয়সী গার্সিয়া।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর