বরিশালে ঈদ জামাত অনুষ্ঠিত

আপডেট: July 10, 2022 |
print news

আজ সকাল ৭টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান ও জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরিশালে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঈদ জামাতে ইমামতি করেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

এছাড়া বরিশালের উজিরপুরের গুঠিয়ার বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স ও ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা ইমাম সমিতি সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন জানিয়েছে, নগরী এবং ১০ উপজেলার ৫ সহস্রাধিক মসজিদে ঈদের জামাত শেষে মুসুল্লিরা পশু কোরবানি করেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর