ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের কথা শুনবেন প্রধানমন্ত্রী

আপডেট: September 1, 2022 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন। এসময় তাদের সুখ-দুঃখের কথা শুনবেন, শোনাবেন আশার বাণী।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স নিয়ে এরই মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার চা-বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গেছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

তিনি বলেন, নগরের উপকণ্ঠ লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠানটি হবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার শ্রমিক যোগ দেবেন। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা-বাগানের শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর