বানারীপাড়ায় শেখ ফজলুল হক মনি’র জন্মদিনে যুবলীগের দোয়া

শফিক শাহিন, বানারীপাড় প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর রবিবার বাদ মাগরিব বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মিলাদের আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবলীগ নেতা মু.মুনতাকিম লস্কর কায়েস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,অধ্যাপক মো: জাকির,সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন- উর-রশিদ স্বপন, ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এটি এম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সহিদুল ইসলাম প্রমুখ।
উপজেলা যুবলীগ নেতা মোঃ মহাসিন রেজার সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক বাবুল হাওলাদার,পৌরসভা ৯ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার,সলিয়াবাকপুর ইউনিয়নের ৬ নং নরোত্তমপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বালী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম,উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান,বাইশারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম হাসান,
উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমাম রায় সুমন,উপজেলা যুবলীগ নেতা
দুলাল তালুকদার, উজ্জল তালুকদার,মোঃ সিরাজুল ইসলাম মিঠু, হাফিজুর রহমান সিপলু, পলাশ খান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল ঘরামী,সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ সাজু,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক শেখ শাহিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাহীন,সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন, উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি,মোঃ মনির হোসেন,বানারীপাড়া ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা মিরাজ মোল্লা প্রমুখ।
প্রসঙ্গত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন আজ রবিবার (৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঐতিহাসিক শেখ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
শেখ ফজলুল হক মনি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাকে ও তার স্ত্রী বেগম আরজু মনি নির্মমভাবে হত্যা করা হয়। তিনি ব্যক্তি জীবনে দুই পুত্রসন্তানের জনক ছিলেন।