গাজীপুরে ৪০ মাদকসেবী ভবঘুরেকে পাঠানো হয়েছে মিরপুরে সরকারি পূনর্বাসন কেন্দ্রে

আপডেট: December 5, 2022 |
print news

গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ মাদকসেবী ভবঘুরে আটক করেছে পুলিশ। পরে তাদের মিরপুরে সরকারি পূনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) ভোর ৫টা থেকে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গী রেলওয়ে স্টেশন, শহীদ আহসান উল্লাহ মাস্টার ফ্লাইওভার এলাকাসহ আশেপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় এসব স্থান থেকে ৪০ মাদকসেবী ভবঘুরেকে আটক করা হয়। আটকরা দীর্ঘ দিন ধরে এসব এলাকায় ভাসমান অবস্থান করে বিভিন্ন মাদক সেবন করে আসছিল। পওে, জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে গৃহহীন ও অসহায় ৪০(চল্লিশ) জন ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান সহকারী কমিশনার ভূমি টঙ্গী এবং মোঃ জাকির হোসেন সমাজসেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসারের উপস্থিতিতে তাহাদের পুর্নবাসন করার লক্ষ্যে থানার অফিসার ও ফোর্সের সহায়তায় সরকারী পুর্নাবাসন আশ্রয় কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, মিরপুর, ঢাকা প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর