বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

আপডেট: January 24, 2023 |
boishakhinews 83
print news

দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’সহ অসংখ্য গানের রচয়িতা বিশু শিকদার। এছাড়া নগর বাউল খ্যাত জেমসের আরো অসংখ্য গানের রচয়িতা তিনি। ২১ জানুয়ারি বিকেলে গীতিকার বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

নড়াইলের লোহাগড়ায় জন্ম নেওয়া গীতিকার ও লেখক বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশু শিকদারের স্ত্রী এ্যামেলি বেগম।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে সড়কপথে লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের গীতিকার বিশু শিকদারের বাড়িতে আসেন জেমস। এ সময় তিনি বিশু শিকদারের কবর জিয়ারত করেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক সহযোগিতা এবং বিশুর সপ্তম শ্রেণি পড়ুয়া সঙ্গীতা সুকন্যা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়া রশ্নির সব দায়িত্বভার নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় ম্যানেজার রবিন ঠাকুরসহ নগর বাউলের শিল্পী ও কলা কৌশলীরা গীতিকারের বাড়িতে জেমসের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

বিশু শিকদারের স্ত্রী এ্যামেলি বেগম বলেন, গত সপ্তাহেও জেমস ভাইকে আমার স্বামী দুইটা নতুন গান দিয়ে আসছেন। যে দিন তিনি মারা যান জেমস ভাই অনেকবার যোগাযোগ করেছেন, খোঁজ নিয়েছেন। এখন বাড়িতে এসে আমার দুই মেয়ের সব দায়িত্ব নেওয়ার পাশাপাশি পরিবারের যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর