ভিসতা’র বিজ্ঞাপনে ইলিয়াস কাঞ্চন

আপডেট: January 24, 2023 |
elias 11zon
print news

এবার নতুন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সিরিয়াস অ্যাকশন মুডে এবার দেখা যাবে তাকে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সভাপতি তিনি। কাজ করছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে। এর মধ্যে তিনি ভিসতা ইলেকট্রনিক্সে যুক্ত হয়েছেন পরিচালক হিসেবে। এবার পর্দায় তিনি হাজির হচ্ছেন অ্যাকশন হিরোর ভূমিকায়।

প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ভিসতা’র নতুন বিজ্ঞাপনচিত্রে ভিন্নভাবে ভক্ত-দর্শকরা আবিষ্কার করবেন তাকে। এক মিনিটের ওই টিভিসিতে ইলিয়াস কাঞ্চন হেলিকপ্টার নিয়ে প্রবেশ করবেন মাফিয়া নগরে। লড়াই করবেন বিশাল সংঘবদ্ধ একটি অপরাধী চক্রের সঙ্গে। এরপর তিনি বিশাল ভার্চুয়াল দুনিয়ায় প্রবেশ করবেন। সেখানে তিনি প্রযুক্তির নানা অগ্রগতির তথ্য দেবেন।

ভিসতা টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ওই টিভিসি- ওভিসি। প্রধান ভূমিকায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তার সঙ্গে আছে বিশাল অপরাধী গ্যাংয়ের সদস্যরা। সম্প্রতি পূর্বাচলে বিশাল সেট ফেলে চিত্রধারণ করা হয়েছে।ভিস্তার পক্ষ থেকে বিজ্ঞাপন চিত্রটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক উদয় হাকিম।

তিনি জানান, ওয়েস্টার্ন ম্যুভির আদলে এর চিত্রনাট্য করা হয়েছে। সেইসঙ্গে এতে ভিএফএক্স এর মাধ্যমে আধুনিক প্রযুক্তির একটি
ডেমোনেস্ট্রেশন থাকছে। যেখানে ভার্চুয়াল জগতের নানা ডাইমেনশন তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন চিত্রটির পরিচালক শেখ মোহাম্মদুল্লাহ নান্টু জানান, বিশাল পরিসরে কাজটি হয়েছে। যেখানে মূল ফোকাস ছিল প্রযুক্তিগত অগ্রগতির দিকটি তুলে ধরা। ফাইনাল প্রোডাকশন  শেষ পর্যায়ে। ক্রিয়েটিভটি এখন এডিটিং টেবিলে আছে। ভিএফএক্স এর কাজও প্রায় শেষ। খুব শিগগীরই এটি অনলাইন এবং টিভি প্ল্যাটফর্মে দর্শকরা উপভোগ করতে পারবেন।

ব্যতিক্রমী কাজটির প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন রতন হাসান। ডিওপি ছিলেন জহির রাইহান। সহকারি পরিচালক ছিলেন আদি, জুবায়ের এবং রাফি। এডিটিং ভিএফএক্স ও কালার এর কাজ করছেন রেজাউল রাজু। ডাবিং ও সাউন্ড এর কাজ হয়েছে শব্দ স্টুডিও থেকে।মিউজিক করেছেন সোহান। মেকআপ আর্টিস্ট ছিলেন জাহাঙ্গীর। গেফার তপু সাহা এবং আর্ট ডিরেক্টর ছিলেন রিয়াজ হোসেন। ফাইট পরিচালনা করেছেন শম্ভু এবং তার বাহিনী। ক্যামেরায় ছিলেন মনির। লাইট বিজয় মিডিয়া।
প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন রিপন। এজেন্সি গেøয়ার অডিও ভিজ্যুয়াল।

 

Share Now

এই বিভাগের আরও খবর