তানোরে ৩৯টি চোরাই মোবাইলসহ আটক ১

আপডেট: January 31, 2023 |
Boishakhinews24.net 21
print news

তানোর,রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোরের সিমান্তবর্তী চৌবাড়িয়া বাজার থেকে বিভিন্ন কোম্পানির ৩৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও নগদ ৮হাজার ৮শ’ টাকাসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম জাহিদ হোসেন (৩০)। তিনি নওগাঁ জেলার

মান্দা উপজেলার মুর্শিদপুর গ্রামের আলতাফ হোসেনের পুত্র। এ ঘটনায় তানোর থানার এসআই আব্দুর রউফ বাদি হয়ে ১জনকে আসামী করে ৪১১/৪১৩ ধারা আইনে মামলা করেছেন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চৌবাড়িয়া বাজারে ভারতীয় চোরাই মোবাইল ফোন গোপনে ক্রয় বিক্রয় করে আসছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৩৯টি ভারতীয় চোরাই মোবাইল ফোন ও নগদ অর্থসহ তাকে আটক করা হয়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর