প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে কোটালীপাড়ায় মানুষের ঢল

আপডেট: February 25, 2023 |
Boishakhinews24.net 214
print news

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল থেকেই জনসভাকে ঘিরে লাখো মানুষের ঢল নেমেছে। উপজেলা ও আশপাশের এলাকা থেকে ঘাট ঢোল বাঁশি নিয়ে বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছেন।

এদিকে কোটালীপাড়ায় নিরাপত্তার চাদরে থেকে দেওয়া হয়েছে। সুসজ্জিত হয়েছে কোটালিপাড়ার রাস্তাঘাট। উপজেলা সদর থেকে জনসভায়স্থল সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় পর্যন্ত স্থানীয় নেতাকর্মীদের তোরণে তোরণে ছেয়ে গেছে। সাজানো হয়েছে সড়কগুলো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন তাই কোটালীপাড়াবাসীর অপেক্ষা। কখন আসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে এক নজর দেখবেন বলে রাজনৈতিক, শিক্ষক, শ্রমিক, কৃষক, দিনমজুর সবাই মুখিয়ে আছেন।

কোটালিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় আসবেন, তাই স্থানীয় রাজনৈতিক, শিক্ষক, শ্রমিক, কৃষক, দিনমজুর সবাই অধীর আগ্রহে আছেন। কখন আসবেন শেখ মুজিবের বেটি শেখ হাসিনা। সবার চোখে মুখে আনন্দের ছাপ। এ জনসভা জনসমুদ্রে পরিণত হবে। লোকে লোকারণ্য হবে।

তিনি বলেন, কোটালিপাড়ার রাজনৈতিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধি সবাই এক মঞ্চে থাকবেন। মঞ্চে মোট ১৮০জন বসবেন। এই মঞ্চের আয়তন দৈর্ঘ্য ৮০ ফিট ও প্রস্ত ২৮ ফিট। ভাঙ্গারহাটের তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে ইতোমধ্যে ১৬ বার বঙ্গবন্ধু কন্যা এসেছেন। এবার তার আগমনের মধ্য দিয়ে ১৭ বার হবে।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোট ৫০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এরমধ্যে রয়েছে ৪৮টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর