নেত্রকোণায় যথাযথ মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন

আপডেট: March 1, 2023 |
IMG 20230301 WA0006 11zon
print news

মো. কামরুজ্জামান, নেত্রকোণা প্রতিনিধি: কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নেত্রকোণা পুলিশ লাইন্সে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।নেত্র‌কোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফ‌য়েজ আহ‌মেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক জিয়া আহমেদ সুমন।

পরবর্তীতে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা, মোঃ রোকনুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার,ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিআইডি,পিবিআই, হাইওয়ে।

অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যের আত্মার মাগফেরাতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

পরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উদযাপন উপলক্ষে পুলিশ লাইন্স, নেত্রকোণার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার, নেত্রকোণাসহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার,নেত্রকোণা,মহোদয় তার বক্তব্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিবারের সদস্যদের সব ধরণের সেবা ও সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন। এ সময় পুলিশ সুপার,নেত্রকোণা মহোদয় ৩০ টি পরিবারের নিকট জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর