বগুড়া সদর পুলিশ ফাড়িঁর অভিযানে বার্মিজ চাকুসহ গ্রেফতার ১


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা শহরের জলেশ্বরীতলার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে বার্মিজ চাকুসহ মোঃ রেজয়ান মিয়া ইমন(২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি থানা পুলিশ।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ শাহিনুজ্জামানের নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ খোরশেদ আলম,এসআই(নিঃ) মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের জলেশ্বরীতলার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।
এসময় মোঃরেজয়ান মিয়া ওরফে ইমন এর নিকট হেফাজতে থাকা বার্মিজ চাকু উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রেজয়ান বগুড়া সদরের খান্দার এলাকার মজনু মিয়ার ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ শাহিনুজ্জামান জানান, আটক আসামি ইমন জব্দকৃত বার্মিজ চাকু ব্যবহার করে বগুড়া শহরে চলাচলরত পথচারীদের নিকট থেকে মোবাইল ফোন,টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে।
তিনি আরও জানান, আটককৃত আসামি রেজয়ান এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।