দ্রুত উইকেট হারিয়ে চাপে আয়ারল্যান্ড

আপডেট: March 18, 2023 |
Boishakhinews24.net 347
print news

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়েছে তামিম ইকবালের বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রানের বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তামিম ইকবালের দল। তবে রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রতিরোধ গড়ে ফেলেছিল আইরিশরা। কিন্তু তারপর আর দাঁড়াতে পারেনি তারা। একে একে উইকেটের পতন হয়।

প্রথম পাওয়ার প্লেতে দুই ওপেনার স্টার্লিং ও ডোহেনি পঞ্চাশ রান তুলে স্বাগতিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার দেখাদেখি পর পর দুই ওভারে জোড়া উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেন পেসার এবাদত হোসেন। এরপর আঘাত হানেন তাসকিন আহমেদ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান করেছে আইরিশরা। এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে ফেলেছে টাইগাররা।

এর আগে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লেতে দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবাল প্যাভিলিয়নে ফেরেন। শেষ পর্যন্ত তৌহিদ হৃদয় ও সাকিব আল হাসানের দারুণ ব্যাটিংয়ে ৩৩৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। হৃদয় ৯২ ও সাকিব ৯৩ রানে আউট হন।

Share Now

এই বিভাগের আরও খবর