যেখানে একটি কনডমের দামে কেনা যায় মোবাইল-টেলিভিশন

আপডেট: April 4, 2023 |
print news

সম্প্রতি দেশের বাজারে জন্মনিয়ন্ত্রণ উপকরণের দাম বেড়ে যাওয়ায় তা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে অনেকের হয়তো জানা নেই দক্ষিণ আমেরিকায় একটি দেশ রয়েছে যেখানে একটি কনডমের দাম দিয়ে স্মার্টফোন কিংবা টেলিভিশন কেনা যায়। খবর ইন্ডিয়া টাইমস।

দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর প্রান্তে মাঝারি আকারের দেশ ভেনেজুয়েলা।

এই দেশে কনডম ব্যবহার নিয়ে কড়াকড়ি রয়েছে। সরকারের পক্ষ থেকে কনডম ব্যবহার সহজ করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

ভেনেজুয়েলায় এক একটি কনডমের দাম আকাশছোঁয়া। একটি কনডেমের অর্থ দিয়ে একটি দামি মোবাইল কিংবা টেলিভিশন ক্রয় করা সম্ভব।

ভেনেজুয়েলায় একটি কনডমের ন্যূনতম দাম ৬০ হাজার টাকা। সাধারণ কনডম এই দামেই কিনতে হয় সে দেশের নাগরিকদের। উন্নত ব্র্যান্ডের আরও ভাল মানের কনডম কিনতে চাইলে খরচ আরও বেশি।

গর্ভনিরোধক ওষুধও ভেনেজুয়েলায় আকাশছোঁয়া দামে বিক্রি করা হয়। সাধারণ মানুষ তা কিনতে পারেন না। ফলে পরিকল্পনা ছাড়াও সন্তানের জন্ম দিতে বাধ্য হন তারা।

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, ভেনেজুয়েলার জনসংখ্যা ২ কোটি ৯৭ লাখ ৮৯ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত ২.৪৩ শতাংশ এবং ০.৯৯ শতাংশ।

গত কয়েক বছর ধরে প্রবল অর্থনৈতিক সংকটে ধুঁকছে ভেনেজুয়েলা। দেশটিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও সাধারণের সাধ্যের বাইরে চলে গিয়েছে।

দেশটিতে গর্ভপাত বেআইনি। আইনের বিচারে গর্ভপাতে কঠিন শাস্তি হতে পারে। বেআইনিভাবে গর্ভপাত যারা করাতে চান, ভেনেজুয়েলার আইনের চোখে তারা অপরাধী।

বিশেষ ক্ষেত্রে যদি নারীদের গর্ভপাতের প্রয়োজন হয় তাহলে সরকারি হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে সেই পরিষেবা মেলে না। অতিরিক্ত অর্থ খরচ করে তার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হয় নারীদের।

Share Now

এই বিভাগের আরও খবর