ডা. জাফরুল্লাহ চৌধুরী লাইফ সাপোর্টে

আপডেট: April 10, 2023 |
inbound6528781504346051366
print news

অসুস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। জাফরুল্লাহর পারিবারিক সদস্য সামিয়া সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সকাল ১০টা ৩০ মিনিটে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। তিনি এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছন, তার শারীরিক উন্নতির জন্য চিকিৎসা সেবা চলছে।

গণস্বাস্থ্য পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েক দিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগেও আক্রান্ত। তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফীর অধীনে চিকিৎসাধীন।

Share Now

এই বিভাগের আরও খবর