ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ

আপডেট: May 24, 2023 |
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহর সঞ্চালনায় এবং বায়োটেকনোলজি বিভাগের সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আল মোহিত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. অতীশ কুমার জোয়ারদার, প্রভাষক তন্ময় সাহা জয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানারকম দিকনির্দেশনা সহ বিশ্ববিদ্যালয়ে চলার পথে বিভিন্ন নিয়ম শৃঙ্গলা মেনে চলার উপদেশ দেন উপস্থিত অতিথিরা।

এছাড়াও নওগাঁ জেলাকে এগিয়ে নিতে বিভিন্ন পরামর্শও দেন তারা।

Share Now

এই বিভাগের আরও খবর