ঈদুল আজহা উপলক্ষে বীরগঞ্জে চাল বিতরণ

আপডেট: June 18, 2023 |
print news

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এ চাল বিতরণ করা হয়।

৩দিন ব্যাপী বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মনোরঞ্জন রায়, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দিলিপ কুমার রায়, ৩নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার , ৪নং ওয়ার্ড সদস্য ভুলু মিয়া, ৫নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য ওমর আলী, ৮নং ওয়ার্ড সদস্য হাসিনুর রহমান, সংরক্ষিত ১,২,৪ নং ওয়ার্ড সদস্য আনোয়ারা বেগম, সংরক্ষিত ৫,৬,৮ নং ওয়ার্ড সদস্য ফেরদৌসী আক্তার, শতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াসেক ফয়সাল এলিন সহ যুবলীগ নেতা সাজু হায়দার উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ভি.জি. এফ, কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৬ হাজার ৩শ ৬৪ জন পবিরারের মাঝে ১০ কেজি করে সবাই যেন সঠিকভাবে পায়, সেইভাবে তদারকি করা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর