গুরুদাসপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষনা

আপডেট: July 18, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অবাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকার বাজেট পেশ করেছেন মেয়র মো. শাহনেওয়াজ আলী।

সোমবার পৌর ক্যাম্পাসে টানা চৌদ্দবারের মত বাজেট পেশ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

বাজেটে মোট রাজস্ব আয় ৮৫ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৯৬৭ টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা এবং স্থিতি ধরা হয়েছে ৫৮ লাখ ৩২ হাজার ৯৬৭ টাকা।

বাজেট উপস্থাপন করেন গুরুদাসপুর পৌরসভার হিসাব রক্ষক মোঃ নুরুজ্জামান টিবলু তিনি প্রতিটি খাতওয়ারী আয় এবং ব্যয় উল্লেখ করেন।

পৌরসভার কর্মচারী মোঃ জাবেদের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাউন্সিলর শেখ সবুজ

উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ আহম্মদ আলী মোল্লা ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাসান আলী, হিসাবরক্ষক নূরুজ্জামান টিবলু, সাবেক অধ্যক্ষ ইব্রাহিম হোসেন, নাটোর জেলা পরিষদ সদস্য সরকার মেহেদী হাসান সহক পৌরসভার সম্মানিত কাউন্সিলর কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত ব্যক্তিবর্গ

বাজেট পেশ ও উন্মুক্ত আলোচনা শেষে পৌরবাসীর বিভিন্ন অভিযোগ শুনেন এবং মতামত গ্রহণ করেন মেয়র শাহনেওয়াজ আলী।

Share Now

এই বিভাগের আরও খবর