আক্কেলপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ


দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: গাছ লাগান পরিবেশ বাঁচান প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জননী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার ৮ আগস্ট আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ মাঠে কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী, পৌরসভার প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, আক্কেলপুর প্রেসক্লাবরের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত সঞ্জু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক খাদেমুল ইসলাম, যুগ্ম আ আহ্বায়ক কানু চন্দ্র মহন্ত কনক, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ তপু হোসেন, সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান সজীব, আক্কেলপুর মজিবুর রহমান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জান্নাতুল ফৈরদৌস নাঈম, সাধারন সম্পাদক মোঃ নূর রহমান মাহাদীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচি কালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বিশ্ব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষায় বৃক্ষরোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি দেশের প্রত্যেক নাগরিককে তিনটি করে গাছ লাগানোর আহবান জানান যদি তা সম্ভব নাও হয় তবে অত্যন্ত একটি করে গাছ লাগানোর নির্দেশ দেন, এরই ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করার কর্মসূচী হিসেবে আক্কেলপুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্র লীগের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়।