নাটোরে ক্ষুদ্র নি গোষ্ঠীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: August 10, 2023 |
inbound2773360983987410948
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় নাটোর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ১২০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ৫৯ টি পরিবারকে একটি করে গরুর বাছুর এবং ২৭২ টি পরিবারকে ২০ টি করে মুরগী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি প্রমূখ।

Share Now

এই বিভাগের আরও খবর