বগুড়ায় অভিনব কায়দায় প্রতারনার অভিযোগে দুই ইরানী যুবক গ্রেফতার

আপডেট: August 10, 2023 |
inbound8608673389056430299
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে অভিনব কায়দায় প্রতারনা করে ১ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ ইরানী যুবককে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

থানা সুত্রে যানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলা সদরের হৃদয় টেলিকমে ২ ইরানী যুবক আজাদ (৩৫) ও আসাদর (৩৮) সহ ৪/৫ জনের একটি প্রতারক চক্র এসে প্রথমে তারা আমরা অডিট করতে এসেছি।

এ কথা বলার পর তারা মানি ব্যাগ থেকে বিভিন্ন দেশের ডলার বের করে দেখান।

সেই সময় তাদের কাছে থাকা ক্যামিক্যাল জাতিয় দ্রব্য দোকানের প্রোপাইটার দুলাল মিয়া ও তার ভাগিনার চোখে ও মাথায় হাত বুলিয়ে লাগিয়ে দেয়।

এতে তারা দুজনই বোধ শক্তি হারিয়ে ফেলে এবং প্রতারকের কথামত কাজ করতে থাকে।

এ সময় প্রতারক ২ জনের কথামত দুলাল তার ক্যাশ থেকে ১ লক্ষ টাকা বের করে দেয়।

ঘটনার সময় বাহিরের লোকজন দোকানে আসতে চাইলে তাদের সঙ্গে থাকা অজ্ঞাত এক বাংলাদেশী যুবক বলে দোকানে এখন অডিট চলছে এ কারনে তাদের দোকানে প্রবেশ করতে নিষেধ করে।

এ দিকে টাকা নিয়ে ২ প্রতারক দুলালের সাথে কুশল বিনিময় করে তার দোকান থেকে সটকে পড়ে। এ ঘটনার প্রায় ১ ঘন্টাপর দুলাল বুঝতে পারে সে প্রতারনার ফাঁদে পরেছেন।

এ ব্যাপারে দুলাল মিয়া বলেন ক্যামিক্যাল জাতিয় দ্রব্য (মলম) আমাদের চোখে মুখে দেয়ার কারনে আমরা হতভঙ্গ হয়ে যাই এবং আমাদেরকে বশ করে ফেলে।

একপর্যায়ে তাদের কথামত কাজ করতে থাকি। আমাদের কোন স্বাভাবিক বোধশক্তি ছিল না।

এ দিকে এ ঘটনা শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয় এবং এ ঘটনার সিসি টিভি ফুটেজ শিপন ফেসবুক টিভি ফেসবুক পেজে প্রচার করা হয়।

এর ফলে গত বুধবার নওগাঁ জেলা সদর থেকে নওগাঁ ফাড়ি পুলিশ তাদের আটক করে শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করে।

থানা পুলিশ রাতেই ২ প্রতারককে শিবগঞ্জ থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে।

প্রতারকদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর