নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো ইবির ইংরেজি বিভাগ


ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনে বিভাগটির সেমিনারকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিভাগের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া রাশেদুজ্জামান, বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক ড. আজগর হোসেন, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস এবং সহকারী অধ্যাপক এস এম শোয়েব ও ইসমেত জেরিন খানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্যে শিক্ষকরা বলেন, যে লক্ষ্য নিয়ে তোমরা উচ্চশিক্ষার এই বিদ্যাপীঠে এসেছো, সেই লক্ষ্যে তোমাদের অটুট থাকতে হবে। তোমাদেরকে অবশ্যই ক্লাসে নিয়মিত থাকতে হবে।
পড়াশোনা এবং জ্ঞান অর্জনের মাধ্যমে পিতামাতার স্বপ্ন, আশা বাস্তবায়ন করতে হবে।