সোনাতলায় মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার

আপডেট: September 18, 2023 |
inbound2460615227109028181
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় ৮৫ বছর বয়সী বৃদ্ধা মা’কে গালা কেটে হত্যার দায়ে ছেলে হেলাল উদ্দিন(৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাব।

গত রবিবার রাতে মানিকগঞ্জের সিংগাইল ভূমিদক্ষিন এলাকা থেকে হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হেলাল উদ্দিন বগুড়ার সোনাতলা উপজেলাধীন গাড়ামারা এলাকার মৃত-আবুল কাশেমের ছেলে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

র‍্যাব-১২,বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন প্রেস ব্রিফিংয়ে আরও জানান, গত ২৫ আগস্ট দিবাগত রাতে জাহেরা বেওয়াকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত জাহেরার বড় ছেলে কামাল শেখ বাদী হয়ে ২৭ আগস্ট সোনাতলা থানায় অজ্ঞতা নামা আসামি করে মামলা দায়ের করেন। এর পর র‍্যাব-১২ বগুড়া ছায়া তদন্ত শুরু করে।

তদন্ত চলাকালে নিহত জাহেরা বেওয়ার ছেলে হেলাককে সন্দেহভাজন ভাবে আটক করা হয়।

পরে নিজের মা’কে গলাকেটে হত্যার ঘটনায় হেলালকে গ্রেফতার দেখানো হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আরও বলেন,ধারণা করা হচ্ছে এ হত্যাকান্ডের পেছনে পারিবারিক দ্বন্দ্ব বা শত্রুতামুলক ভাবে অন্যকে ফাঁসানোর কোনো ঘটনা রয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর