শিশুদের ওমরাহ পালন নিয়ে সৌদির নতুন নির্দেশনা

আপডেট: September 20, 2023 |
Boishakhinews24 5
print news

সৌদি আরবে ওমরাহ পালনে অনেক সময় শিশু সন্তানদের নিয়ে যান বাবা-মা। সেখানে গিয়ে শিশুদের নিয়ে যেন কোনো বিড়ম্বনায় পড়তে না হয় সে কারণে ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য চারটি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। শিশুদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নতুন নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় তাদের মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এ শিশুদের নিরাপত্তা ও আরামের দিকে খেয়াল রেখে চারটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. পরিচিতিমূলক ব্রেসলেট: ওমরাহ পালনের সময় বাবা-মায়ের সঙ্গে আসা সব শিশুদের হাতের কব্জিতে পরিচিতিমূলক ব্রেসলেট থাকতে হবে। যদি কোনো শিশু হারিয়ে যায় তাহলে এই ব্রেসলেট দেখে শিশুকে খুঁজে পাওয়া যাবে। পরিচিতিমূলক প্রাথমিক কিছু তথ্য পাওয়া যাবে ওই ব্রেসলেটে।

২. ভিড় এড়িয়ে চলা: যেসব ওমরাহযাত্রী তাদের শিশুদের নিয়ে ওমরাহ পালনে যাবেন, তাদের যেসব স্থানে ভিড় কম হয় সেসব স্থানে ওমরাহ’র আনুষ্ঠানিকতা পালন করার জন্য বলা হয়েছে।

৩. শিশুদের পরিস্কার-পরিচ্ছন্ন রাখা: শিশুদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতের জন্য তাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে অভিভাবকদের যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

৪. শিশুদের খাদ্যের প্রতি নজর রাখা: ওমরাহ’র সময় শিশুরা যেন স্বাস্থ্যকর ও তাদের শরীরের জন্য উপযোগী খাদ্য গ্রহণ করতে পারে, সেজন্য অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, ওমরাহ পালনে বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছিল সৌদি আরব। বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে ওমরাহ হজ করতে পারবেন বলে জানায় সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আর-রাবিয়াহ।

তিনি জানান, ট্রানজিটে গিয়েও বাংলাদেশিরা সৌদি আরবে ওমরাহ হজ করতে পারবেন। শুধুমাত্র সৌদি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীরা এ সুবিধা পাবেন। ট্রানজিট ভিসার মেয়াদ হবে চারদিন।

এছাড়া ওমরা ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। এ ভিসায় গিয়েও দেশটিতে ঘুরতে পারবেন বাংলাদেশি যাত্রীরা।

সূত্র: গালফ নিউজ

Share Now

এই বিভাগের আরও খবর