ফরিদপুরে জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত

আপডেট: September 25, 2023 |
inbound5954116286625456892
print news

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ সোমবার সকাল ৭টায় শহরের ইমাম উদ্দিন চত্ত্বর হতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় রাফেলস- ইন- মোড়ে সংক্ষিপ্ত পথ সভায় মাধ্যমে শান্তি পূর্ণ ভাবে শেষ হয়।

এ সময় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আঃ ওহাব, সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা ,প্রশিক্ষন সম্পাদক আবু ইউনুস, অফিস সম্পাদক অধ্যাপক মিজান, পৌর শাখার আমীর মাওলানা রফিকুল ইসলাম খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।

তারা বলেন দেশের সকল রাজনৈতিক দল মিছিল-মিটিং করছে কোন সমস্যা হচ্ছে না শুধু জামায়াতকে সরকার তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করছে‌।বক্তারা আগামী দিনের সকল কর্মসূচিতে সবাইকে অগ্রসৈনিকের ভূমিকা পালন করার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর