রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ীর সৌজন্য সাক্ষাৎ

আপডেট: October 27, 2023 |
inbound1901193821602783072
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী ব্যুরো প্রধান: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকা ক্লাব লাউঞ্জে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি গৌতম লাহিড়ী।

এ সময় তৃতীয়বারের মতো প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি নির্বাচিত হওয়ায় গৌতম লাহিড়ীকে ক্রেস্ট প্রদান ও জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের উপর লেখা বই উপহার দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সোনালী ব্যাংক পিএলসি এর সাবেক জেনারেল ম্যানেজার শেখ শাহ আলী মোছাদ্দেক, সাবেক ছাত্রনেতা ও মাসিক অন্যদেশ এর ব্যবস্থাপনা সম্পাদক একে লুৎফর রহমান সেন্টু, সম্পাদক আল আমিন বাবু, সোনালী ব্যাংক পিএলসি এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার রোম্মান উদ্দিন এবং ড. রেজা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর