ফরিদপুরে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেট: November 21, 2023 |
inbound1975091397266858039
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার চরগুয়াতলা গ্রামের মজিবর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ও একই উপজেলার বড় দুয়ালী গ্রামের মৃত গণি ফকিরের ছেলে উজ্জ্বল ফকির।

আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের কোর্ট পুলিশ পরিদর্শক আবুল খায়ের।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানায় ২০১৩ সালের ২৯ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর