বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দম্পতিকে অপহরণের অভিযোগ

আপডেট: December 2, 2023 |
inbound1999807776265046980
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সমর্থক নাজমা খাতুন(৩৩) কে সহ পরিবারের সদস্যদেরকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

অপহিত নাজমা খাতুন বগুড়ার সারিয়াকান্দি থানার কামালপুর ইউনিয়নের সুলতানার গ্রামের বেলাল হোসেনের স্ত্রী, এসময় ওই সমর্থকের স্বামী ও শিশু সন্তানসহ তারা পরিবারের তিন সদস্যকে অপহরণ কথা অভিযোগে উল্লেখ করা হয়।

শনিবার ( ২ ডিসেম্বর) দুপুরে কামালপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনোয়ার হোসেন বাদি হয়ে সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,সুনাতারা গ্রামের মৃতঃ ছুমছু মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন, মৃতঃ জালাল মন্ডলের ছেলে মোঃ রবিউল হাসানসহ আরো কয়েকজন ১লা ডিসেম্বর(শুক্রবার) রাতে ওই পরিবারকে অপহরণ করে নিয়ে যায়।

শাহাজাদী আলম লিপির সমর্থন করায় নাজমা খাতুনকে তার স্বামী ও শিশু সন্তানসহ অপহরণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির সঙ্গে কথা বলে তিনি জানান, আমার নির্বাচনকে বাঞ্চাল করতে একট পক্ষ পরিকল্পিত ভাবে আমার সমর্থক কে অপহরণ করা হয়েছে।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে উপযুক্ত ব্যবস্হা গ্রহণ করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর