নির্বাচ‌নে দেশজুড়ে ৮৫০০ আনসার মোতায়েন

আপডেট: December 30, 2023 |
Boishakhinews24 25
print news

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ হাজার ৫০০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে।

শ‌নিবার দুপু‌রে আনসার ব‌্যাটা‌লিয়‌নের সদর দপ্তর থে‌কে পাঠা‌নো এক বার্তায় বলা হয়, আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকে গতকাল শুক্রবার থেকে সারা দেশে মোতায়েন করা হয়েছে।

আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত নির্বাচনীকালীন স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থেকে ২৫০টি প্লাটুন ও ৭৫০টি সেকশনে তারা দায়িত্ব পালন করবেন।

নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ব্যাটালিয়ন সদস্যরা রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল/ স্ট্রাইকিং/ স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।

Share Now

এই বিভাগের আরও খবর