জয়পুরহাটে বিনামূল্যে নতুন বই বিতরণ  অনুষ্ঠিত

আপডেট: January 1, 2024 |
inbound5288815129257824902
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ সারাদেশের নেয় জয়পুরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে  জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।

এসম উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন,  রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক।

অপরদিকে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণী  অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।

এদিকে জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসায় নতুন বই বিতরণ করা হয়েছে। মাদ্রাসার পরিচালক মাশরেকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর পাপিয়া বারিক প্রমুখ।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে সদর উপজেলার ৬০ টি স্কুলে ২০ হাজার ৩৭২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৯১ হাজার বই বিতরণ করা হয়েছে।

৩৮ টি মাদ্রাসার ৫ হাজার ৯৪৭ জন শিক্ষার্থীর মাঝে দাখিল পর্যায়ে ৭৮ হাজার ৯০০ জন এবং ইবতেদায়ী পর্যায়ে ৭১ হাজার ৯০০ বই বিতরণ করা হয়েছে।

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে জয়পুরহাটে  ৩ লাখ ৮৭ হাজার নতুন বই বিনা মূল্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে।

জেলার ৬০২টি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮৫৮ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে তুলে দেওয়া হবে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৩টি নতুন বই।

Share Now

এই বিভাগের আরও খবর