ফরিদপুরে মেহগনি বাগান থেকে ‌থেকে রিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: March 8, 2024 |
inbound8345991998892917244
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লাবু শেখ (৫২) নামে এক রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) সকালে জেলা শহরের উত্তর আলীপুর এলাকায় মেহগনির একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লাবু জেলা সদরের কাফুরা এলাকার মৃত রাজ্জাক শেখের ছেলে। তিনি জেলা শহরের মধ্য আলীপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পেশায় রিকশাচালক ছিলেন লাবু।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এলাকাবাসীর দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মর্গের প্রতিবেদন পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর