১৩ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হই : সানন্দ ভার্মা

আপডেট: April 5, 2024 |
boishakhinews 9
print news

ছোট ও বড় পর্দার অভিনেতা সানন্দ ভার্মা। বড় পর্দায় পা রাখার আগেই খ্যাতি কুড়ান তিনি। টিভি শো ‘ভাবি জি ঘর পার হ্যায়’-তে অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সানন্দ ভার্মা জানিয়েছেন, ছোটবেলায় যৌন নির্যাতনের শিকার হয়েছেন তিনি।

১৩ বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হন সানন্দ ভার্মা। এ অভিনেতা বলেন, ‘আমার ক্রিকেট খেলার শখ ছিল। ১৩ বছর বয়সে আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম। অ্যাকাডেমিতে যেতাম প্রশিক্ষণের জন্য। সেখানে একজন বড় ভাই ছিল। সে আমার উপর শারীরিক নির্যাতন করত। এ ঘটনায় আমি খুব ভয় পেয়ে পালিয়ে আসি।’

‘আমার সঙ্গে যা হয়েছে তা খুবই ভয়ঙ্কর স্মৃতি। এর আগে আমার সঙ্গে ভয়াবহ একটি ঘটনা ঘটেছে। একজন মানুষ যখন অনেক কষ্ট সহ্য করে তখন তার কাছে কোনো কষ্টই গুরুত্বপূর্ণ নয়।’ বলেন সানন্দ।

২০১৪ সালে ‘মার্দানি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সানন্দ। এরপর ‘রেইড’, ‘হেলমেট’, ‘থ্যাঙ্ক গড’, ‘মিশন রানিগঞ্জ’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। ২০১৮ সালে ‘অপহরণ’-এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় পা রাখেন সানন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর